চ্যানেলে চ্যানেলে বৈশাখী আয়োজন



চ্যানেল আই

পহেলা বৈশাখ উপলক্ষে সবচেয়ে বড় আয়োজনটি করছে চ্যানেল আই।  ১৪ এপ্রিল তারা আয়োজন করেছে হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ ১৪২২। ভোর সাড়ে পাঁচটায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে এ আয়োজন। এই অনুষ্ঠানের মূল আয়োজক রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সংগীত বিদ্যালয় সুরের ধারা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানেও থাকছেন বন্যা। এই অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি পারফর্ম করতে পারে বলে জানা গেছে।

অনুষ্ঠানস্থলে থাকবে বৈশাখী মেলার আয়োজন। মেলায় থাকবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা পণ্যেরে স্টল। বর্ষবরণ উৎসব চলবে দুপুর ২টা পর্যন্ত। হাজারো কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া ও অপু মাহফুজ।

চ্যানেল আইয়ের বৈশাখী অনুষ্ঠানমালায় থাকছে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে বৈশাখের নাটক ‘এই বৈশাখে’। ১৭ বছর পর একই শিরোনামে নাটকটি পুনর্নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। তখন এ নাটকে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ ও অপি করিম। এবার অভিনয় করেছেন কাজী আসিফ, মোহনা মিম, মুনমুন আহমেদ ও জুয়েল রানা।

Comments

Popular posts from this blog

বাহারি চুড়ি

নিয়মিত হাঁটলে যেসব উপকার মেলে